সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রামপাল ইস্যুতে জনমত বিবেচনায় রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

রামপাল ইস্যুতে যুক্তি, তথ্য ও জনমত বিবেচনায় আনার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। নেতারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল কমিটির নেতারা এক বিবৃতিতে বলেন, রামপাল প্রকল্প উপকূলীয় অঞ্চলের জন্য ধ্বংস ডেকে আনবে।  কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ দল ও ইউনেস্কো টিম রামপাল সফর করে এই প্রকল্প বাতিলের পক্ষে মত দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর