মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বেহাল দশা দক্ষিণ কাট্টলীর

ফারুক তাহের, চট্টগ্রাম

বেহাল দশা দক্ষিণ কাট্টলীর

বঙ্গোপসাগরের তীর ঘেঁষে থাকা ছোট ছোট পর্যটন স্পট ও সূর্যাস্ত দেখতে দক্ষিণ কাট্টলী সৈকতে দেশি পর্যটকদের বেশ সমাগম ঘটে। এই ওয়ার্ড সাগরিকা হিসেবেই বেশি পরিচিত। তবে বর্ষার জলাবদ্ধতা ও রাস্তাঘাটের বেহাল দশার কারণে পর্যটকদের এই আগ্রহের অন্তরায় হয়ে দাঁড়ায়। সামাজিক নিরাপত্তা ও এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে পর্যটন সম্ভাবনাময়ী এই ওয়ার্ড চট্টগ্রামের উজ্জ্বল এলাকায় পরিণত হবে বলে মনে করেন স্থানীয়রা। দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তরে-সাগরিকা রোড, দক্ষিণে হোম অব গানার্স এবং হালিশহর এ-ব্লক, পূর্বে পোর্ট কানেক্টিং রোড, পশ্চিমে বঙ্গোপসাগর। ৬ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে জলাবদ্ধতা অন্যতম প্রধান সমস্যা। নালা-নর্দমার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে অল্প বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা দেখা দেয়। তিন লক্ষাধিক মানুষের জন্য স্বাস্থ্যকেন্দ্র রয়েছে মাত্র একটি। তাও আবার কয়েকদিন ধরে বন্ধ।

সর্বশেষ খবর