মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই কাস্টমস কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি শক্তিশালী দল চট্টগ্রাম কাস্টমস হাউসের বিভিন্ন শাখা পরিদর্শন করেছে। এ সময় কাস্টমসের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার প্রতি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আমদানি-রপ্তানির ক্ষেত্রে সব বৈধ নিয়ম-কানুন যথাযথভাবে পালন করে ব্যবসায়ীদের সেবাদানের প্রতি গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া কাস্টমসের দুই এআরওর (অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার) বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে দুদকের পরিদর্শক দল। গতকাল সকালে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘কাস্টমসের প্রতি ধাপে অনিয়ম হচ্ছে। আমরা তাদের সতর্ক করতেই পরিদর্শনে এসেছি। এর পরও যদি অনিয়ম ও দুর্নীতি না কমে তাহলে এখন থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর