মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পুলিশের হামলার প্রতিবাদ

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন ছাত্রজোটের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রামপাল চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

 একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জোটের নেতা-কর্মীরা। গতকাল সকালে এসব কর্মসূচি পালন করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ভবনের সামনে অবস্থান নেয় জোটের নেতা-কর্মীরা। এ সময় তারা কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, কার্জনসহ বিভিন্ন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে ধর্মঘট। এ সময় পরীক্ষা অনুষ্ঠিত হলেও ক্লাস হয়নি। পরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ছাত্রফ্রন্টের সভাপতি নাইমা খালেদ মনিকা, অন্য একটি অংশের সভাপতি ইমরান হাবিব রুমন, ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক প্রমুখ।

ইকবাল কবীর বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলন কেউ থামিয়ে রাখতে পারবে না। এটি সুন্দরবনসহ আমাদের অস্তিত্বের আন্দোলন। আর সেকারণেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেছে। ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, আন্দোলনকারীরা বিভিন্ন ভবনে তালা লাগিয়ে ধর্মঘট পালন করেছে। ফলে ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর