বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খোলা ডাস্টবিন অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়ার অংশ হিসেবে চট্টগ্রামে খোলা ডাস্টবিন অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। গতকাল নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে খোলা ডাস্টবিন উচ্ছেদের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, নগরীতে মোট ১ হাজার ৩৬০টি এমন খোলা ডাস্টবিন রয়েছে। পর্যায়ক্রমে সবই অপসারণ করা হবে। পরে এক অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও বিশ্বমানের নগরী গড়ার লক্ষ্যে ডাস্টবিনমুক্তকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আবর্জনার বিরূপ প্রভাব ও ক্ষতিকর দিক বিবেচনায় এনে জনস্বার্থে ব্যয়বহুল এ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নান্দনিক নগরী উপহার দেওয়ার প্রত্যয় ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’

এজন্য নগরীর নানা শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র। নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘মেয়াদ শেষে প্রতিশ্রুতি রক্ষার পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই।’

মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীর জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত আবর্জনা ফেলার সময় নির্দিষ্ট করে দেন মেয়র। রাতের মধ্যেই সে আবর্জনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পরিচ্ছন্নতা কর্মীদের। বছর না ঘুরতেই সে পরিকল্পনায় হোঁচট খায় সিসিসি।

সর্বশেষ খবর