বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ পেলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল পুলিশের রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান বলেছেন, সমাজের সব স্তরের মানুষের সমন্বয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা হবে। মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা না হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়ন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ বিভাগীয় শাস্তি দেওয়া হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্প্রতি পিপিএম পাওয়ায় বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে দেওয়া সংবর্ধনা সভায় বক্তব্যে গতকাল তিনি একথা বলেন।

সর্বশেষ খবর