বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যে জলে আগুন জ্বলের রজত জয়ন্তীতে বর্ণিল পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘যে জলে আগুন জ্বলে’। অনুষ্ঠানটি ইতিমধ্যে ২৫তম পর্ব পার করেছে। ২৫তম পর্বের রজতজয়ন্তী উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। গতকাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত বর্ণিল এ আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্টজনরা। সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতাদের পদচারণায় মুখরিত হয় আইসিসিবি প্রাঙ্গণ। বিকাল ৫টায় এ অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের অংশগ্রহণে জমে ওঠে আড্ডা। বিকাল থেকে শুরু হয়ে সেটি চলে রাত অবধি পর্যন্ত। মঞ্চে উঠে নিজেদের ভালো লাগার গল্পে মেতে ওঠেন সবাই। বিভিন্ন আনন্দের স্মৃতিচারণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় এ অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্টজনরা মজার মজার স্মৃতিকথা তুলে ধরেন। সবার হাতেই ছিল দেশীয় বিভিন্ন পিঠা। উৎসবে সাজানো নিজের পছন্দের পিঠা যেন আড্ডার সঙ্গে মিশে যায়। উৎসবে বিভিন্ন প্রকার পিঠার মধ্যে ছিল কুলি পিঠা, নকশি পিঠা, রূপচাঁদ পিঠা, তেল পিঠা, ঝাল পিঠা, পিঠাপুলি। অতিথিদের জন্য ছিল চটপটির বিশেষ আয়োজন। ‘যে জলে আগুন জ্বলে’ অনুষ্ঠানের উপস্থাপিকা সামিয়া রহমানের সঞ্চালনায় একে একে মঞ্চে উঠেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, আমজাদ হোসেন, সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, তপন চৌধুরী, বারী সিদ্দিকী, রোকেয়া প্রাচী, বন্যা মির্জা, সঞ্জিব চৌধুরী, ইরেশ জাকের প্রমুখ। ‘যে জলে আগুন জ্বলে’ নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানটিতে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের নিয়ে আলাপচারিতা প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার করা হয়।

সর্বশেষ খবর