বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সার্চ কমিটিকে ক্ষমতা দিতে হবে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নতুন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনে কাজ করলে সার্চ কমিটির সদস্যরাও গণধিকৃত হবেন। গতকাল ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মো. গিয়াস উদ্দিন খালিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিবমুহাম্মাদ নেছার উদ্দিন ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ। পীর চরমোনাই বলেন, আপনি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করুন। জাতি আপনাকে আজীবন স্মরণে রাখবে। বিগত নির্বাচন কমিশন একের পর এক অস্বচ্ছ ও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে।

সর্বশেষ খবর