বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতীয় কবিতা উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতীয় কবিতা উৎসব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে গতকাল শুরু হয় দুই দিনের জাতীয় কবিতা উৎসব —বাংলাদেশ প্রতিদিন

‘কবিতা মানে না বর্বরতা’— স্লোগানে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে (হাকিম চত্বর) শুরু হয়েছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব-২০১৭। এবারের উৎসবে বাংলাদেশের কবিদের সঙ্গে অংশ নিচ্ছেন পৃথিবীর নানা প্রান্তের সাত দেশের ১৪ জন কবি ও লেখক। উদ্বোধনী দিনে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কবিতার আসরে কবিদের মিলনমেলায় সাহিত্য সৌন্দর্য বিকশিত হয় উৎসব প্রাঙ্গণ। কবি বেলাল চৌধুরীর পক্ষে উৎসব উদ্বোধন ঘোষণা করেন পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী। এ সময় তিনি বেলাল চৌধুরী প্রেরিত লিখিত বক্তব্য পাঠ করে শোনান। উৎসবস্থলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও কবিতা পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। অনুষ্ঠান মঞ্চে উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী। আহ্বায়কের বক্তব্য রাখেন রবিউল হুসাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর