বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জনশক্তি রপ্তানি করবে ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক

এবার জনশক্তি রপ্তানি ব্যবসায় নামছে দেশের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি আগামী ৫ বছরে ৫ লাখ জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে তাদের ৮০ শতাংশকে বিদেশে রপ্তানি করবে।

স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানি করতে এরই মধ্যে সরকারের কাছ থেকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সও পেয়েছে ব্র্যাক। আর বিদেশে যাবার আগে যাতে কোনো শ্রমিকের ভিটে-বাড়ি বিক্রি করতে না হয়- সে জন্য সহজ শর্তে ঋণও দেবে তারা। গতকাল রাজধানীর কাওরান বাজারে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য দিয়েছে ব্র্যাক।

সর্বশেষ খবর