বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি মামলার রায় ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্তসংক্রান্ত সরকারি চিঠি জালিয়াতি মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো গতকাল রায়ের দিন ধার্য করার পর থেকেই বিষয়টি হয়ে ওঠে ‘টক অব দ্য টাউন’। রাগীব আলী ও তার ছেলের কী সাজা হবে, তা নিয়ে চলছে জল্পনা। আশির দশক থেকে নানা বিতর্কে জড়িয়ে আছেন রাগীব আলী। সিলেট সরকারি পাইলট স্কুলের জায়গা দখল করে মধুবন সুপার মার্কেট নির্মাণ দিয়ে বিতর্কে জড়ানো শুরু তার। তবে সব বিতর্ক ছাপিয়ে রাগীব আলীকে বেকায়দায় ফেলে দেয় তারাপুর চা-বাগান দখল ঘটনা। নব্বইয়ের দশকে জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা-বাগান দখল করে নেন রাগীব আলী। প্রায় ৪২৩ একর ভূমির তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ওই চা-বাগান দখল করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের কাগজপত্র জালিয়াতি করেন তিনি।

সর্বশেষ খবর