বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাবির দুই শিক্ষক চাকরিচ্যুত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া গবেষণা চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক শিক্ষকের পদাবনতি হয়েছ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান একাধিক সিন্ডিকেট সদস্য।  চাকরিচ্যুত শিক্ষকরা হলেন—লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রভাষক হিরা লাল পাল এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম আজম। এ ছাড়া অন্যের গবেষণা চুরির কারণে পদাবনতি হওয়া শিক্ষক হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আবু সায়েম।  জানা যায়, হিরা লাল দীর্ঘদিন ধরে ছুটি ছাড়া বিদেশে অবস্থান করছেন। এ ছাড়া গোলাম আজম বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে বিদেশে চলে যান। পরে তাকে আট সপ্তাহের মধ্যে কাজে যোগদানের জন্য নোটিস দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান না করায় সিন্ডিকেটে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর