সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যানজট-মাদকে কুরে খাচ্ছে বাগমনিরামের খ্যাতি

ফারুক তাহের, চট্টগ্রাম

যানজট-মাদকে কুরে খাচ্ছে বাগমনিরামের খ্যাতি

চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক, সামাজিক, বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড। এখানে অনেক নামকরা হাসপাতাল, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি সার্কিট হাউস, রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয়, এম.এ. আজিজ স্টেডিয়াম, শিশু পার্ক, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সিমেট্রিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তবে এলাকার প্রবর্তক মোড়, মেহেদীবাগ, জিইসি মোড়ে প্রায় সারাক্ষণই লেগে থাকে তীব্র যানজট। এছাড়া খাবার পানির সংকট, সরু রাস্তাঘাট, ছিনতাই ও মাদকের বিস্তার এলাকার ঐতিহ্যকে ম্লান করেছে। প্রায় ৪ বর্গমাইল আয়তনের এ ওয়ার্ডে জনসংখ্যা সোয়া লাখ। এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম এলাকাজুড়ে বাণিজ্যিকভাবে গড়ে উঠা হোটেল-রেস্টুরেন্টের কারণে খেলাধুলার নির্মোহ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন সচেতন সমাজ। এছাড়া পলোগ্রাউন্ড, ব্যাটারিগলি ও কাজির দেউরিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠা বস্তিতে মাদকের বিকিকিনির অভিযোগ আছে। এ প্রসঙ্গে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পানির সংকট ও যানজট দূরীকরণের পাশাপাশি সিটি করপোরেশন অধিভুক্ত উচ্চ মাধ্যমিক স্কুলভবন ছয়তলা এবং দুই শিফট চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে এলাকার অন্যতম প্রধান বাওয়া স্কুল ও কলেজের বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর