Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৩
মুক্তিযোদ্ধা বাছাই স্থগিত আরও দুই উপজেলায়
নিজস্ব প্রতিবেদক, খুলনা

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত খুলনার ডুমুরিয়া ও যশোরের চৌগাছা উপজেলা কমিটি ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। গতকাল পৃথক দুই রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

জানা গেছে, এসব উপজেলা কমিটির সভাপতি অন্য উপজেলার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় রয়েছেন। অথচ কমিটির নির্দেশিকায় বলা হয়েছে, মনোনীত সভাপতি বা সদস্য অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা হতে হবে। এদিকে খুলনা মহানগরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ফরম বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ ফেব্রুয়ারির মধ্যে ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow