সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চলতি মাসে ফের শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের মাঝামাঝি দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুধু তাই নয় বজ সহ ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ করে এ পূর্বাভাস জানা গেছে। আবহাওয়া অধিদফতর আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুই দিন বজ্রপাতসহ ঝড় হতে পারে। মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর