Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৫
চট্টগ্রামের শুঁটকি পল্লী ও খলিফাপট্টিতে আগুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আসাদগঞ্জের শুঁটকি পল্লী এবং খলিফাপট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ওই দুই এলাকার শুঁটকি গুদাম, লবণ কারখানা, সাবান কারখানা ও বসত ঘর পুড়ে যায়। গতকাল সকালের এ আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আসাদগঞ্জের শুঁটকি পল্লীতে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েকটি শুঁটকি গুদাম, বস্তি ঘর, লবণ কারখানা ও সাবানের গুদাম পুড়ে যায়।

অপরদিকে  বেলা সাড়ে ১১ টায় খলিফাপট্টিতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২২টি বসত ঘর পুড়ে যায়।

এই পাতার আরো খবর
up-arrow