Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৬
কর্মবিরতিতে বরিশাল সিটি করপোরেশনে অচলাবস্থা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিন গতকাল পাঁচ ঘণ্টার কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে— পাঁচ মাসের বকেয়াসহ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান, প্রভিডেন্ট ফান্ডের ৩৬ মাসের অর্থ বরাদ্দ, বেতন বৈষম্য দূরীকরণ, উন্নয়ন কাজের নামে অনিয়ম রোধ এবং অপ্রয়োজনীয় জনবল বাতিল অন্যতম।

এই পাতার আরো খবর
up-arrow