সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘রিজার্ভের অর্থ আদায়ে বিকল্প চিন্তা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে সরকার বিকল্প চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, টাকা কীভাবে আনা যায় তার জন্য নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। রিজার্ভ চুরির এক বছর পূর্তির দিন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, কীভাবে বাকি টাকা আনা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অভিমত চাওয়া হয়েছে। কী করব সেটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করতে চাই। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি চুরি হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ। ওই ঘটনায় চুরি হয় ১০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে। ফিলিপাইন  থেকে এখন পর্যন্ত ফেরত এসেছে দেড় কোটি ডলারের মতো। বাকি রয়েছে আরও সাড়ে ৬ কোটি ডলার (৫১০  কোটি টাকা)। বাকি অর্থ ফেরত নিয়ে চলছে টানাপড়েন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের মধ্যে আলোচনা চলছে। কী করব নিজেদের মধ্যে একটু আলোচনা করতে চাই।

সর্বশেষ খবর