সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে নেই

গণজাগরণ মঞ্চের আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯৭১ সালে যে স্বপ্ন আর চেতনাকে বুকে ধারণ করে এ  দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে আজকে স্বাধীনতার ৪৫ বছর পর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বুকে ধারণ করতে পারছে না। একটি বৈষম্যহীন অর্থনীতি আর শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন এ দেশের মুক্তিযোদ্ধারা দেখেছিল তা আজও পূরণ হয়নি। গতকাল বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ, ’৭১-এর সংবিধান, কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, ফেরদৌসি প্রিয়ভাষিণী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাংবাদিক আবু সাঈদ খান, মানবাধিকার কর্মী খুশী কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন প্রমুখ।

সর্বশেষ খবর