Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১০
কুমিল্লা সিটিতে প্রশাসক নিয়োগ
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হওয়ায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সূত্র জানায়, ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়েই মেয়র প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল বিকালে মেয়র সাক্কু জানান, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক যথাসময়েই দায়িত্ব হস্তান্তর করব। ’

এই পাতার আরো খবর
up-arrow