মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জের ১৪ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আসামিদের মধ্যে পাঁচজন গ্রেফতারের পর কারাগারে। এরা হলেন— খান আকরাম হোসেন, শেখ  মোহম্মদ উকিল উদ্দিন, ইদ্রিস আলী মোল্লা, মো. মকবুল  মোল্লা, মো. আবদুল আলী মোল্লা।

এ মামলায় পলাতক নয়জন আসামি হলেন—খান আশরাফ আলী, সুলতান আলী খান, মকছেদ আলী দিদার, শেখ ইদ্রিস আলী,   শেখ রফিকুল ইসলাম বাবুল, রুস্তম আলী মোল্লা, মো. মনিরুজ্জামান হাওলাদার, মো. হাশেম আলী শেখ, মো. আজাহার আলী শিকদার।

সর্বশেষ খবর