মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শহীদ কামারুজ্জামানের স্ত্রী জাহানারা আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী ও সাবেক রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার রাত পৌনে ১টার দিকে ঢাকার গুলশানের বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

জাহানারা জামান দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন জানান, তার মরদেহ আজই ঢাকা থেকে রাজশাহী আনা হবে। তবে ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনো জানাজার সময় নির্ধারণ হয়নি। জাহানারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি জাহানারা জামানের রুহের মাগফিরাত কামনা এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  এ ছাড়াও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।

সর্বশেষ খবর