মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নির্বাচন বন্ধ নানা অজুহাতে

———— সভাপতি, রাবি ছাত্রলীগ

নির্বাচন বন্ধ নানা অজুহাতে

গোলাম কিবরিয়া

বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়ার মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন কর্তৃপক্ষ নানা অজুহাতে বন্ধ করে রেখেছে। এর ফলে নতুন নেতৃত্ব তৈরির পথ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে রাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাকসুর ভিপি নির্বাচিত হয়। ফলে শিক্ষার্থীরা কোনো রকম সংকোচ ছাড়াই তাদের অধিকারের কথাগুলো নির্বাচিত নেতার মাধ্যমে তুলে ধরতে পারে। এখন সেই পথ রুদ্ধ। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। দেশে রাজনৈতিক পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। দেশনেত্রী শেখ হাসিনা আস্থার সঙ্গে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সৎ, যোগ্য, মেধাবী ছাত্রনেতা তৈরির জন্য রাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রাকসু নির্বাচন বিষয়ে কয়েকবার কথা বলা হয়েছে। আমরা অতি দ্রুত রাকসু নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবি উপেক্ষা করে চলেছে।

সর্বশেষ খবর