মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দাবি মানছে না প্রশাসন

———— সভাপতি, রাবি ছাত্রদল

দাবি মানছে না প্রশাসন

ইমতিয়াজ আহমেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র মাধ্যম এই রাকসু। ছাত্রদলের পক্ষ থেকে সব সময় রাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে দাবি করেছি। কিন্তু কেন যেন প্রশাসন তা করতে চায় না। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। আর সুযোগটি কাজে লাগিয়ে সবক্ষেত্রে সুবিধা নিচ্ছে সরকারি দলের ছাত্রনেতারা।

এই নেতার মতে, দেশে এখন রাজনৈতিক কোনো অস্থিরতা নেই। নির্বাচনে সমস্যা নেই। রাকসু না থাকার কারণে সরকারদলীয় ছাত্র সংগঠন ক্যাম্পাসে একক আধিপত্য কায়েম করছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের কথাগুলো তুলে ধরতে পারছে না। এখন শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে সরকারি দলের ছাত্র সংগঠনের কাছে যেতে হয়। এ অবস্থা চললে ছাত্র রাজনীতির যে গৌরব আছে, তা বিলীন হয়ে যাবে। এক সময় রাকসু ইতিহাস হয়ে যাবে। দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানিয়ে ইমতিয়াজ বলেন, দেশের গণতান্ত্রিক অবস্থা ধরে রাখতে হলে এই ছাত্র সংসদ নির্বাচনটি অবিলম্বে হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর