মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জবাবদিহিতা থাকছে না

— সাধারণ সম্পাদক, রাবি ছাত্র ফেডারেশন

জবাবদিহিতা থাকছে না

তমাশ্রী দাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের মতে, ছাত্র সংসদ নির্বাচন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন। তিনি বলেন, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে শিক্ষার্থীরা মতামত প্রকাশ করতে পারছে না। প্রশাসন বিভিন্ন নিয়ম ও আইন জোর করে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের জবাবদিহিতা থাকছে না। ফলে তারা বিভিন্ন অপকর্ম করার সাহস পাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করছে। আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, চুরি, ছিনতাই সবকিছুই এই সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা করছে। তার মতে, সংঘাত-সহিংসতার কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন বন্ধ করে রেখেছে। কিন্তু স্থানীয় সরকার, জাতীয় সব নির্বাচনে সংঘাত ঘটছে, অথচ সেই নির্বাচনগুলো বন্ধ রাখা হচ্ছে না। কৌশলে একটি মহল ছাত্র রাজনীতির বিকাশের পথ রুদ্ধ করতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে। বর্তমান সময়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে অবিলম্বে রাকসু নির্বাচন দেওয়া জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর