বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লবণ উৎপাদন পরিস্থিতি ভালো : তোফায়েল

কক্সবাজার প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, লবণের দাম কমে গেলে দেশে লবণ চাষই বন্ধ হয়ে যাবে। যদিও বিদেশের বাজারে প্রতি কেজি লবণের দাম ২ টাকা। অথচ এ দেশে লবণের কেজি ৪০ টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, লবণ চাষিদের বাঁচিয়ে রাখার জন্য সম্ভাব্য যা দরকার এ সরকার তাই করবে। গতকাল কক্সবাজারে আয়োজিত এক লবণ চাষি সমাবেশে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। কক্সবাজার পাবলিক হল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণ চাষি সমাবেশে তিনি বলেন, গত কয়েক বছরের লবণের ক্ষতি পোষাতে চাষিদের ঋণ মওকুফের জন্য অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে  চলতি মৌসুমে লবণ চাষিদের স্বল্পসুদে ঋণ দেওয়ার।

সর্বশেষ খবর