বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখছে ইইউর জিএসপি

——————— তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেওয়া জিএসপি সুবিধা বাংলাদেশের কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। এর ফলে সার্বিক রপ্তানি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি দিন দিন বাড়ছে। পোশাক কারখানায় বিশেষ করে নারীর কাজের সুযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ইইউ ট্রেড ডিভিশনের উদ্যোগে আয়োজিত ‘জিএসপি’র মধ্য মেয়াদি মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

মন্ত্রী বলেন, এখন দেশে দরিদ্র মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হচ্ছে। এজন্য ইইউ-এর অবদান অনেক। বাংলাদেশ তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তোফায়েল আহমেদ বলেন, দেশের সব পোশাক কারখানা পরিবেশ উপযোগী সবুজ কারখানায় রূপান্তরের কাজ চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর