বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাবি ছাত্রকে পেটাল ছাত্রলীগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের অনুষ্ঠানে যেতে দেরি করায় ও নেতাকে ভাই বলে সম্বোধন না করায় শিলু হোসেন নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছেন শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান। গতকাল সকাল ১১টায়  হলের ৩১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী শিলু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক হত্যা দিবসের কর্মসূচিতে যাওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করছিলেন ছাত্রলীগ নেতা বরজাহান। তিনি শিলুর কক্ষে গিয়ে তাকেও বের হতে বলেন। কিন্তু তার বের হতে দেরি হয়। এতে বরজাহান ক্ষুব্ধ হয়ে শিলুকে কয়েকটি ঘুষি ও পেটে লাথি মারেন। এ বিষয়ে শিলু বলেন, ‘কক্ষ থেকে বের হতে দেরি হওয়ায় বরজাহান ভাই এসে আমাকে তার নাম বলতে বললেন। আমি নাম বলি। কিন্তু তার নামের সঙ্গে ভাই না বলায় তিনি আমাকে মারধর করেন ও পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন। ’

এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে বরজাহান বলেন, ‘শিলুকে    ডাকতে গেলে সে আমার সঙ্গে বেয়াদবি করে। তাই কয়েকটি ধাক্কা মেরেছি, মারধর করিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর