শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবার ফুটপাথ দখল ৭২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

হকারদের পুনর্বাসনের আন্দোলন চলার মধ্যে গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাথ-সড়কে অবৈধ দোকান বসিয়ে তা থেকে চাঁদাবাজি করার অভিযোগে ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গতকাল ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামছুল আলম বাদী হয়ে মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় আলাদা তিনটি মামলা করেন।

মামলার বিষয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, সব ধরনের অপরাধীদের আমরা আইনের আওতায় এনে বিচার করতে চাই। আমরা ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করেছি। আইনগত পদক্ষেপ নেওয়া শুরু করেছি। মতিঝিল থানায় করা মামলায় ১৬ জন, শাহবাগ থানার মামলায় ৭ জন এবং পল্টন থানায় ৪৯ জনকে আসামি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর