Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১০
সিলেটে দুদক কর্মকর্তার মাথা ফাটালেন জেলা প্রশাসনের কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ঘুষের টাকা গ্রহণকালে এক সরকারি কর্মচারীকে হাতেনাতে আটক করতে গিয়ে জেলা প্রশাসনের কর্মচারীদের হামলায় দুদক কর্মকর্তা আহত হয়েছেন। মিসবাহ উদ্দিন আহমদ নামক ওই কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছেন কর্মচারীরা। এ ছাড়া দুদকের ভয়ে অভিযুক্ত আজিজুর রহমান ‘স্ট্রোক’ করেছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অভিযানে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে আটক করলে  উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়।

এই পাতার আরো খবর
up-arrow