শিরোনাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পরিবহন শ্রমিকের ঘুষিতে নাক ফাটল বিশ্ববিদ্যালয় ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরিবহন শ্রমিকের হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৫ম বর্ষের ছাত্র মো. আসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এর জেরে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাস মালিক সমিতি এবং পুলিশের উপস্থিতিতে সমঝোতা বৈঠকের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলাম বাসে উঠে বরিশাল নগরীর দিকে আসছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তার আরও কয়েক সহপাঠী বন্ধুকে বাসে উঠানোর জন্য বাসটি থামতে বলে। এ নিয়ে বাসের হেলপার ও আসলামের মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই হেলপারের ঘুষিতে আসলামের নাক ফেটে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর