শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রামু সেনানিবাসে নতুন ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

রামু সেনানিবাসে নতুন ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল রামু সেনানিবাসে কক্সবাজার এরিয়ায় নবপ্রতিষ্ঠিত ৭টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভাষণ দেন —আইএসপিআর

কক্সবাজার এরিয়ায় নতুন প্রতিষ্ঠিত সাতটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান গতকাল রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ১৬ ক্যাভালরি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

আইএসপিআর জানায়, অন্য ইউনিটের মধ্যে ৪১ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ৩৯ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ৫০৯ ডিভিশন অর্ডন্যান্স কোম্পানি, ১০ স্বতন্ত্র অ্যামিউনিশন প্লাটুন, ৯ সিগন্যাল ব্যাটালিয়ন এবং এরিয়া সদর দফতরের পতাকা উত্তোলন করেন যথাক্রমে সেনাবাহিনীর কিউএমজি লে. জেনারেল আনোয়ার হোসেন, সিজিএস লে. জেনারেল সাব্বির আহমেদ, এমজিও মেজর জেনারেল আবদুস সালাম খান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, বিআইআইএসএস’র ডিজি মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান এবং জিওসি ১০ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর