শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৫৫৭৪টি বেসরকারি স্কুলের ভৌত অবকাঠামো নেই

নিজস্ব প্রতিবেদক

৫৫৭৪টি বেসরকারি স্কুলের ভৌত অবকাঠামো নেই

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, দেশের ৫ হাজার ৫৭৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ওইসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার ৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১) ও সংরক্ষিত আসনের বেগম লায়লা আরজুমান বানুর লিখিত প্রশ্নের জবাবে তারা এসব তথ্য জানান।

‘শিক্ষা আইন’-এর খসড়া চূড়ান্ত : আওয়ামী লীগের সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের অংশ হিসেবে ‘শিক্ষা আইন’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জঙ্গিসংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা : এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিগগির মন্ত্রণালয় থেকে জঙ্গি-সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ও মাদক সেবনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হবে। রোহিঙ্গা ইস্যু ফরেন পলিসির অন্যতম চ্যালেঞ্জ :  সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের (বাংলাদেশ) ফরেন পলিসিতে যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রোহিঙ্গা ইস্যু অন্যতম। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে সংসদীয় কমিটি তা সমর্থন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর