Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৩৯
এডিবি পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলার দেবে
নিজস্ব প্রতিবেদক
bd-pratidin

আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলারের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনটাই ঝ্যাং। গত বছর বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১২০ কোটি ডলার দিয়েছে সংস্থাটি। এ বছর এই সহায়তার আকার ১৮০ থেকে ২০০ কোটি ডলার হবে বলেও তিনি উল্লেখ করেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল ঢাকার এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিগো হিগুইচিসহ এডিবির ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৬ ডিসেম্বর এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনটাই ঝ্যাং ঢাকা আসেন।

এই পাতার আরো খবর
up-arrow