শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিরপুরে বিপুল সিমসহ ৬১ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর থেকে ভুয়া মোবাইল সিম, এনআইডি কার্ডসহ প্রতারক চক্রের ৬১ জনকে আটক করেছে র‌্যাব-৪। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত মিরপুরের পাইকপাড়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব-৪-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বিটিআরসি সূত্র জানায়, আটকদের কাছ থেকে মোবাইল ফোনের ব্যবহৃত বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বেসরকারি সিম কোম্পানির কর্মকর্তাও রয়েছেন। র‌্যাব-৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর আরিফ বিন জলিল জানান, ইয়ানতাই চাইনিজ রেস্টুরেন্ট ভবনের সপ্তম তলায় এমআর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় কার্যালয়ের ভিতরের কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির ছবি প্রিন্ট করা, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো এবং তা ডকুমেন্ট ফাঁকা ফরমের সঙ্গে সংযুক্ত করতে ব্যস্ত ছিলেন। সেখানে বাংলা লিংকের বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউশনের মালিক, ম্যানেজার ও ডিস্ট্রিবিউটরের বিক্রয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর