শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জনস্বাস্থ্য পুষ্টির সাবেক পরিচালকের জেল

আদালত প্রতিবেদক

দুর্নীতির দায়ে জনস্বাস্থ্য পুষ্টির সাবেক পরিচালক ড. উম্মে হাসিনা ফরিদা খাতুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৩০ লাখ ৭৪ হাজার ৯৪৯ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ড. উম্মে  হাসিনা ফরিদা খাতুন যশোরের ষষ্ঠিতলার আবুল হোসেনের মেয়ে। মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে ২০০৫-২০০৬ সালের অর্থ বছরে ভুয়া ভাউচারের মধ্যমে ৩৩ লাখ ১৮ হাজার ২০১ টাকা ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোনায়েম হোসেন ২০১২ সালের ১২ জুলাই বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর