শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতিকে বড় হতে হলে শিক্ষা লাগে

—আবদুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতিকে বড় হতে  হলে শিক্ষা লাগে

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘একটা জাতিকে বড় হতে হলে অনেক কিছু লাগে। সবচেয়ে বেশি লাগে শিক্ষা।’ তিনি বলেন, ‘জাতির জন্য জ্ঞান, বিবেক, মনোবল, সাধনা সবকিছু দরকার। তবে শিক্ষা থাকলে বাকি সবকিছু মানুষের মধ্যে এসে যায়। আমরা সেই শিক্ষার আলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই।’

তিনি গতকাল বরিশাল নগরীতে স্কুল শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী উৎসবে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘তোমাদের মধ্যে আলো চাই। আলো দেখতে খুব সুন্দর। কিন্তু তার জন্ম ভয়ঙ্কর জিনিসের মধ্য থেকে। তার নাম আগুন। এই আগুন যার মধ্যে থাকবে, সে-ই পৃথিবীতে আলোকিত হবে। এই আগুন জ্ঞানের আগুন, ভালোবাসার আগুন, স্বপ্নের আগুন, শক্তির আগুন, প্রেমের আগুন। সেই আগুন জ্বালাতে হবে তোমাদের মধ্যে।’ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এদিন সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে বরিশাল নগরীর ৩১টি স্কুলের ১ হাজার ৩১৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, বরিশালের বিভাগীয়  কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, গ্রামীণফোন বরিশাল অঞ্চলের প্রধান আহসান হাবিব এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুুদ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর