Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৪৪
সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন দক্ষ পার্লামেন্টারিয়ান
———— মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন দক্ষ পার্লামেন্টারিয়ান

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। জাতীয় প্রেস ক্লাবে গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন নৌমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আখতারুজ্জামান, নাট্যকার ড. এনামুল হক প্রমুখ।

 

এই পাতার আরো খবর
up-arrow