রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুনিরনগরের বিষফোঁড়া সেই বাঁধ

ফারুক তাহের, চট্টগ্রাম

মুনিরনগরের বিষফোঁড়া সেই বাঁধ

বছরখানেক আগে নির্মিত মহেষখালের অপরিকল্পিত বাঁধই চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর মুুনিরনগর ওয়ার্ডের মানুষের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। এ বাঁধ অপসারণ করে আর এস খতিয়ান মূলে খালটি পুনরুদ্ধার দাবিতে ইতিমধ্যে আন্দোলন করে প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকার মানুষ। উজানে, ভাটিতে পলি অপসারণ করে খালে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবি জানালেও কাজ হয়নি। এছাড়া মশার উপদ্রব, অপরিচ্ছন্নতা ও পানীয় জলের সমস্যা রয়েছে প্রায় ৭ বর্গ কিলোমিটারের এ ওয়ার্ডে। এলাকাবাসীর অভিযোগ—বিভিন্নভাবে দখল, দূষণ ও ভরাটে মহেষখাল সংকুচিত হয়ে পড়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে আগ্রাবাদ সিডিএ আবাসিকের বাসিন্দাদের রক্ষার নামে এ খালের উপর বন্দর কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে একটি মাটির বাঁধ নির্মাণ করে। এ বাঁধের কারণে জোয়ারের পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে ৩৭ নম্বর হালিশহর মুনিরনগর ওয়ার্ড এবং আশপাশের প্রায় ১০ লাখ জনসাধারণের জীবন আজ হুমকির সম্মুখীন। শুধু তাই নয়, বাঁধটির কারণে মহেষখাল আজ মশার উর্বর প্রজনন কেন্দ্রে পরিণত। বদ্ধ পানির দুর্গন্ধ, কচুরিপানা এবং নোংরা আবর্জনায় এলাকার পরিবেশ দূষিত হয়ে আছে।

সর্বশেষ খবর