রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনী পাঠ-সংবলিত অধ্যায় যুক্ত করার সুপারিশ বিদায়ী ইসির

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক ও বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী পাঠ-সংবলিত অধ্যায় যুক্ত করার পাশাপাশি তথ্য হালনাগাদের সুপারিশ চূড়ান্ত করে গেছে সদস্য বিদায় নেওয়া কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণিতে ‘ভোটাধিকার ও নির্বাচন’ এবং সপ্তম শ্রেণিতে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা’ নামে নতুন অধ্যায় যোগ করারও সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। বিদায়ী ইসির সর্বশেষ কমিশন বৈঠকে এ সুপারিশ চূড়ান্ত হয় বলে জানিয়েছেন সদ্য সাবেক নির্বাচন কমিশনার আবু হাফিজ।

সর্বশেষ খবর