সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্থায়ী যানজট রামপুরে

ফারুক তাহের, চট্টগ্রাম

স্থায়ী যানজট রামপুরে

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডের মানুষের চলাচলের প্রধান রাস্তা নয়াবাজার সড়ক। অথচ সেই সড়কেই অসংখ্য অবৈধ স্থাপনা, মাছ, মাংস, সবজি, মুরগি ও চায়ের দোকান। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অবৈধ খোলাবাজারে চলে কেনাকাটা। ফলে বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকে। যা বহুবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ বলেন, ভাসমান ভ্যানে ও কিছু হকার এখানে রাস্তায় বসে ঠিকই। আমরা উঠিয়ে দিলে কিছু দিন বন্ধ রেখে পুনরায় শুরু করে। সরেজমিন দেখা গেছে, রামপুর ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা সরু। এ কারণে জরুরি ভিত্তিতে ওয়াসা, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর