সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে বরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল। গতকাল নগরীর আমানতগঞ্জে প্রায় এক একর জমির ওপর ২০০ শয্যার ‘শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জানা গেছে, ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ভিত্তির ৪ তলা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণে সময় ধরা হয়েছে দুই বছর। এই হাসপাতালে থাকবে জরুরি বিভাগ, রেডিওলোজি, ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ, অপারেশন ব্লক, ওষুধ সরবরাহ বিভাগ, থেরাপি বিভাগ ও শিশু ওয়ার্ড।

সর্বশেষ খবর