সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সমস্যার শীর্ষে আছে মাদক

নিজস্ব প্রতিবেদক

সমস্যার শীর্ষে আছে মাদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়ে গেছে ইয়াবার ক্রেতা ও বিক্রেতা। এরসঙ্গে কিছু এলাকায় গ্যাস ও পানি সংকট তীব্র। যত্রতত্র খোঁড়াখুঁড়িতেও নাকাল এলাকাবাসী। রাস্তার ধুলা-ময়লা বাসাবাড়িতে প্রবেশ করার কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই বাড়ছে। নেই কবরস্থান। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক খান বলেন, এলাকার অন্যতম সমস্যা ইয়াবাসহ মাদকদ্রব্য। ইয়াবা সেবন ও বহন সহজ হওয়ার ফলে এর ব্যবহার বেড়ে গেছে। মীরবাগের বাসিন্দা শামসুল হক জানালেন, সুয়ারেজ লাইন সংস্কারের কাজে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে রাস্তার ধুলা বাসাবাড়িতে ঢুকে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা রোগ সৃষ্টি হচ্ছে। এ এলাকায় গ্যাস সংকট প্রকট। সকাল ৮টার পর গ্যাস থাকে না। মধুবাগ এলাকায় পানির সংকট নিত্যনৈমিত্তিক। এলাকায় চুরি-ছিনতাই স্বাভাবিক ঘটনা।  মাদকের ভয়াবহতার কথা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন বলেন, জনগণ সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই তা নির্মূল সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর