সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এখন তাদের ক্ষমা চাওয়া উচিত

-------- তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে এ সরকারের ওপর কলঙ্কের বোঝা চাপানোর চেষ্টা করা হয়েছিল, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। সেখানে কিছু মানুষ ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলব, এখন তাদের ক্ষমা চাওয়া উচিত।

গতকাল রাজধানীর এক হোটেলে জনতা ব্যাংক আয়োজিত বার্ষিক সম্মেলন-২০১৭-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের কথিত দুর্নীতির অভিযোগ তোলার পেছনে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম এসেছে। এমন অভিযোগ করে তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশের কিছু মানুষ টকশোয় তাদের সঙ্গে সুর মিলিয়েছিলেন। আদালতের রায়ের মাধ্যমে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

সর্বশেষ খবর