Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২৭
ভালোবাসা দিবস উদযাপিত
সাংস্কৃতিক প্রতিবেদক
ভালোবাসা  দিবস উদযাপিত

প্রেম শাশ্বত, সুন্দর আর অবিনশ্বর। হৃদয়ের গহিনে প্রিয় মানুষের জন্য অপাংক্তেয় হাহাকার আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য যে ব্যাকুলতা তাই তো ভালোবাসা।

ভালোবাসা মানুষকে শুধু মহান হতেই শেখায় না, সৃজনের পথে ও সুন্দরের দিকে নিয়ে যায়। ভালোবাসা হৃদয়কে বিশুদ্ধ করে ও জীবনের পরিপূর্ণতা এনে দেয়। ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেবো খোঁপায় তারার ফুল’ গানে গানে দ্রোহ, প্রেম, চেতনার কবি নজরুল এভাবেই প্রিয়ার প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের হাতে নির্ভরতার হাত রেখে এমন দিনে কেবলই স্বপ্ন দেখা। রাজধানীর রমনা পার্ক, ধানমন্ডি লেক, হাতিরঝিল, শাহবাগ, টিএসসি, রবীন্দ্র সরোবরসহ গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বেইলি রোডের ফাস্টফুডের দোকান, বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা সর্বত্রই ছিল ভালোবাসার জুটিদের বিচরণ।

সবার জন্য ভালোবাসার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এভারগ্রিন জুম বাংলাদেশ নামে এক বেসরকারি সংস্থা। পরে সবার হাতে লাল গোলাপ তুলে দেওয়া হয়।

এই পাতার আরো খবর
up-arrow