বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয়জন রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁস চক্রের  ছয়জন রিমান্ডে

রাজধানীর কলাবাগান থানায় করা পাবলিক পরীক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ছয় আসামিকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

আসামিরা হলেন— রাজু আহমেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি। রিমান্ড শুনানিতে আদালতে বলা হয়, আসামিরা ‘ভুয়া আইডি’ থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ খুলে ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেন। পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

সর্বশেষ খবর