বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে মালয়েশীয় জাহাজ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মালয়েশিয়া থেকে পাঠানো রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ হাজার ৪৭২ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে ‘নটিক্যাল আলিয়া’ চট্টগ্রাম বন্দরে এসেছে। গতকাল বেলা ১১টায় বন্দরের সিসিটি জেটিতে জাহাজটি আসে। এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, চা-পাতা ও ওষুধসহ বিভিন্ন পণ্য।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর এসব সামগ্রী ১৫০টি ট্রাকে কক্সবাজারে নেওয়া হবে। এরপর এগুলো ১৫ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে টেকনাফের সাড়ে ৫ হাজার ও উখিয়ার ৯ হাজার পরিবার ত্রাণসামগ্রী পাবে। ত্রাণসামগ্রী রাখতে গুদাম ভাড়া করা হয়েছে।

সর্বশেষ খবর