বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৩৮ দেশের জেলে বন্দী ৯৬৪০ বাংলাদেশি

সংসদে তথ্য

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বের ৩৮টি দেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। তারা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনিসহ আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তথ্যানুয়ায়ী মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯, ভারতে ২ হাজার ৩৩৭, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৯৮, ওমানে ১ হাজার ৪৮, সৌদি আরবে ৭০৩, বাহরাইনে ৩৭০, কুয়েতে ২৬১, যুক্তরাজ্যে ২১৮, গ্রিসে ১২৩, ইরাকে ১২১, কাতারে ১১২, মিয়ানমারে ৯৮, মেক্সিকোয় ৯৭, সিঙ্গাপুরে ৮৭, তুরস্কে ৬৮, জাপানে ৬৫, ইতালিতে ৫১, ফ্রান্সে ৪৬, অস্ট্রেলিয়ায় ৩৯, জর্ডানে ৩৭, যুক্তরাষ্ট্রে ২৬, জর্জিয়ায় ২৬, হংকংয়ে ২৪, থাইল্যান্ডে ২৩, পাকিস্তানে ১৯, দক্ষিণ কোরিয়ায় ১৬, নেপালে ১২, দক্ষিণ আফ্রিকায় ১১, মরিশাসে ৭, আজারবাইজানে ৬, চীনে ৫, মিসরে ৫, ব্রুনাইয়ে ৫, লেবাননে ২, মরক্কোয় ২, কিরগিজস্তানে ১, মঙ্গোলিয়ায় ১, ব্রাজিলে ১ জন মিলে মোট ৯ হাজার ৬৪০ বন্দী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর