বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পালাল ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

শেরেবাংলা মেডিকেলে অর্ধশতাধিক ব্যাগ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অর্ধশতাধিক ব্যাগ জব্দ করা হয়েছে। রোগী দেখার সময়কালীন বহির্বিভাগের চিকিৎসকদের সামনে ভিড় করার অভিযোগে গতকাল হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালিয়ে ওই ব্যাগগুলো জব্দ করা হয়। মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের আলী কবির জানান, কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত রোগী সংশ্লিষ্ট হাসপাতালের প্রতিটি বিভাগ দখল করে রাখে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী দেখার সময় চিকিৎসকদের কাছে গিয়ে তারা তাদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখার জন্য অনুনয়-বিনয় করেন। ওষুধ লেখার জন্য অনেক ক্ষেত্রে উপঢৌকনও দেওয়া হচ্ছে চিকিৎসকদের।

শুধু তাই নয়, রোগী চিকিৎসকের চেম্বার থেকে ফেরার পথে চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। নিজ নিজ কোম্পানির ওষুধ লিখেছেন কিনা তা দেখার জন্য এ কাজ করেন তারা।

সর্বশেষ খবর