শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান ও উত্তরাঞ্চলকে মরুকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুর থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল দুপুর ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে রোডমার্চটি তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা করে। এর আগে পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল, সিপিবি নেতা শাহাদত হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, তিস্তার ব্যারাজের উজানে ভারত ব্যারেজ নির্মাণ করায় তিস্তা নদীর পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। শুষ্ক মৌসুমে তিস্তা ব্যারাজে পানির প্রবাহ ৫০০ কিউসেকে নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর